ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

৭টি সুপার বোল চ্যাম্পিয়নশিপ জিতলেন টম ব্র্যাডি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বার্ষিক ক্রীড়া উৎসব, সুপার বোল ২০২১ চ্যাম্পিয়ন শিরোপা জিতে নিল ট্যাম্পা বে বুকানিয়াররা। ক্যানসাস সিটি চিফস কে ৩১-৯ ব্যবধানে হারিয়ে বুকস দ্বিতীয় বারের মতো সুপার বোল চ্যাম্পিয়ন তকমা পেল তারা। সুপার বোল ইতিহাসে বুকানিয়াররাই হোম স্টেডিয়ামে ফাইনাল জেতা প্রথম দল। এছাড়া কোয়ার্টারব্যাক টম ব্র্যাডি এনএফএল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি ক্যারিয়ারে সাতটি সুপার বোল চ্যাম্পিয়নশিপ জেতার রেকর্ড গড়লেন।


ফ্লোরিডার ট্যাম্পার রেমন্ড জেমস স্টেডিয়ামে জাতীয় ফুটবল লীগ (এনএফএল)-এর আয়োজনে রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ঠিক সাড়ে ৬টায় ট্যাম্পা বে বুকানিয়ারের মুখোমুখি হয়েছিল ক্যানসাস সিটি শেফস। নজিরবিহীন নিরাপত্তা আর চরম স্বাস্থ্য সতর্কতার মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের ৫৫তম এই সুপার বোল আসর। এবারের সুপার বোল আসরের বিরতিতে পারফর্ম করেন কানাডিয়ান গায়ক দ্যা উইকেন্ড।



এটি আমেরিকার সব চাইতে জনপ্রিয় খেলা। এটাকে ফুটবল বলা হলেও খেলা হয় হাত দিয়ে। শুধু শুরুতে কিক করে এর সূচনা করা হয়। করোনা মহামারী ও নিরাপত্তার কারণে এবার ৫০ হাজারের অধিক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে সীমিত সংখ্যক মাত্র ২৫ হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র সুপার বোল হচ্ছে একমাত্র ইভেন্ট যেটা সবচেয়ে বেশি সংখ্যক দর্শক টেলিভিশনে উপভোগ করে থাকেন। এজন্য সুপার বোলের বিজ্ঞাপনের স্লটের দাম থাকে আকাশছোঁয়া। যুক্তরাষ্ট্রের সব বড় বড় কোম্পানি এই স্লটগুলি বহু আগেই কিন নেয়। এবারও ৩০ সেকেন্ডের স্লট সাড়ে পাঁচ মিলিয়ন ডলার করে বিক্রি হয়েছে।


এই সুপার বোল ঘিরে নেয়া হয়েছিল সর্বোচ্চ কঠোর নিরাপত্তা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ৫শ’ নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও ট্যাম্পা পুলিশ, হিলস ব্যুরো কাউন্টি শেরিফ, এফবিআই ও এনএফএলের নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছিল।


সূত্র : বিডি-প্রতিদিন

ads

Our Facebook Page